বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় স্থানীযভাবে উৎপাদিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী মেলা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১৭, ২০২২ ১০:২৩ অপরাহ্ণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় স্থানীযভাবে উৎপাদিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী মেলা উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয়ভাবে উৎপাদিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও ইউএনও রাশিদা আক্তার। এরপর তারা বিভিন্ন স্টল পরিদর্শন করে সেমিনারে স্থানীযভাবে উৎপাদিত লাগসই প্রযুক্তির প্রযােগ ও সম্প্রসারণ শীর্ষক বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত