দিনাজপুর শহরের নালার পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারনা, মৃত ওই নারীর বয়স ৪০বছর। তার পরনে কালো ফুলহাতা সোয়েটার, হলুদ কালো জামা রয়েছে। কয়েকদিন ধরে এই লাশ পানিতে থাকায় মৃতের শরীর ও মুখ বিকৃত হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায় দিনাজপুর শহরের দক্ষিন বালুয়াডাঙ্গা মোড় (শাহী মসজিদ সংলগ্ন) নালার পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
কোতয়ালি থানার এস.আই ইমান আলী জানান স্থানীয় ওই এলাকার আখেরের স্ত্রী বৃহস্পতিবার সন্ধার আগে ঘটনাস্থলের পাশে বেঁধে রাখা ছাগল আনতে গেলে ওই লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে আখের আলী তার স্ত্রীর কাছে এসব শুনে মরদেহ ভেসে এসে ময়লায় আটকে থাকে এমনটা জানিয়ে খবর দেয় পুলিশকে।
কোতয়ালি থানার ওসি(তদন্ত) গোলাম মওলা শাহ্ এর সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের কারণ ও পরিচয় জানার প্রক্রিয়া চলছে। ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।