“দৃষ্টি জয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি”-এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুুুরের আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের সহযোগিতায় বিশ^ সাদাছড়ি নিরাপত্তা দিবস-উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালী ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বারিউল করিম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মমিনুল করিম, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আহমেদ আসিফ হালদার। স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা দিনাজপুরের মেহেদি হাসান। দৃষ্টি প্রতিবন্ধীদের পক্ষে বক্তব্য রাখেন শাহ্ মোঃ নজরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডিএ’র রিসোর্স পারসন অনামিকা পান্ডে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন। বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তারা এদেশের সম্পদ। স্মার্ট সাদাছড়ি ব্যবহারের ফলে দৃষ্টি প্রতিবন্ধীরা সহজভাবে চলাফেরা করতে পারে। আমরা সবাই সমাজের সমস্যা আক্রান্ত মানুষদের সহযোগিতা করি, তাহলে আমাদের মতো তারাও স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। শেষে প্রধান অতিথি দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করেন।