স্টাফ রিপোর্টার : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আর আর মটরস এর শো-রুম এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল বিকালে পৌর শহরের রঘুনাথপুর টিএন্ডটি রোডে শাহাজাহান মার্কেটে আর আর মটরস এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এন কে রানা, এ সময় আর আর মটরস এর প্রোপাইটর সাংবাদিক মামুনুর রশিদ মিন্টু,সাবেক কাউন্সিলর শমসের আলী, বিশিষ্ট ঠিকাদার শাহাজাহান আলী, মিজানুর রহমান মিজান,
আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল আলিম,নয়া দিগন্ত র প্রতিনিধি জাকির হোসেন, প্রতিদিনের সংবাদের ফাইদুল ইসলাম,মানব কন্ঠের প্রতিনিধি লিমন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
‘মেসার্স আর আর মটরস’র শো-রুমের প্রোপাইটার সাংবাদিক মামুনুর রশিদ মিন্টু জানান তার শো-রুমে যে কোন কোম্পানীর পুরাতন মটরসাইকেল নগদ ও সহজ কিস্তিতে পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রঘুনাথপুর টিএন্ডটি পাড়া জামে মসজিদের ইমাম ওমর ফারুক।