বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরে যুবদল ,ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌরসভার ইয়াদ মিলনায়তনে বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলেয় আহবায়ক মোঃ আশরাফুল উল্ল্যা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব কামরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু,সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ধলু,পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল বাহার, সাধারণ সম্পাদক নবিরুল ইসলাম চৌধুরী সেনা,জেলা বিএনপির সদস্য রেজায়ানুল ইসলাম রিজু,শাহিন ইসলাম, দুলু ইসলাম, মাজু,বাবু,বাবুল ইসলাম, ইউসুফ আলী,ভুট্টু,দেলোয়ার হোসেন,আব্দুল কাদের, জব্বার, সাব্বির, তানভীর প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার ইতিহাস বিকৃতি করছে। যতই ষড়যন্ত্র হোক মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান কখনোই মুছে ফেলা যাবে না। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, তিনি স্বাধীনতার ঘোষক। এসময় বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপি নেতারা।