দিনাজপুরের চিরিরবন্দরে কোটি টাকা চাঁদার দাবিতে ৫০ বিঘা জমিতে চাষাবাদে বাধা দিচ্ছে সঙ্ঘবদ্ধ ভুমিদস্যু সন্ত্রাসীরা। জীবন ও সম্পদ রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করলেন জমির মালিক (অব:) ব্যাংক কর্মকর্তা মালিক হুমাযুন কবির মান্নান।
মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার (শাহাপাডা) গ্রামের মরহুম খতিব উদ্দিন শাহ‘র পালিত পুত্র মোহাম্মদ হুমায়ুন কবির মান্নান।
প্রশাসনের কাছে আমার একটাই দাবি জীবন ও সম্পদ রক্ষাসহ আমাকে র্নিবিগ্নে চলাচল ও নিশ্চিন্তে জমিতে চাষাবাদের অধিকার ফিরিয়ে দেয়াসহ অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর স্ত্রী আঞ্জুমান আরা বেগম ও পুত্র মোঃ মোকাররম কবির ।