ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ডীন, রেজিস্ট্রার, পরিচালক, হল সুপার, প্রক্টরসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাগণের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. সাইফুর রহমান, সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, অনুষ্ঠানে সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক মোঃ মাইন উদ্দিন।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, স্বচ্ছতা, জবাবদিহীতা ও অংশগ্রহণম‚লক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই হচ্ছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অন্যতম লক্ষ্য। ২০০৯ সালের সরকার গঠনের পর মন্ত্রীসভার প্রথম মিটিং এ তিনি এ ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। এর ম‚ল লক্ষ্যই হল দুর্নীতিমুক্ত উন্নত সমাজব্যবস্থা গড়ে তোলা, যেখানে সকলেই সমানভাবে তার যে সাংবিধানিক অধিকার সেটি ভোগ করতে পারবে। তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেবাম‚লক বিভিন্ন অভিযোগ থাকতে পারে, সেক্ষেত্রে তারা অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক) এর নিকট অভিযোগ দিতে পারবে। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়গুলো দেখবেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা প্রফেসর ড. ইমরান পারভেজ এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়গুলো দেখবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিকল্প অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা। একটি নির্ধারিত সময়ের মাঝেই অভিযোগগুলো নিষ্পত্তি করতে হবে। কোন ধরণের সেবা পেতে কতদিন সময় লাগবে সব কিছু সিটিজেন চার্টারে উল্লেখ থাকবে। সামনে শিক্ষার্থীদের জন্যও এ ধরণের প্রশিক্ষণের আয়োজন করা হবে।