বৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা যুবমৈত্রীর সভাপতি প্রভাষক আলমগীর ও সম্পাদক দিশারী আজিম নির্বাচিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২৪, ২০২২ ৭:৩৬ অপরাহ্ণ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা শাখার যুব মৈত্রীর সম্মেলনে সভাপতি প্রভাষক আলমগীর ও সম্পাদক দিশারী আজিম নির্বাচিত হয়েছেন। বুধধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পীরগঞ্জ নতুন ডাকবাংলায় যুব মৈত্রীর কর্মীসভায় আলোচনার মাধ্যমে ২৫সদস্য বিশিষ্ট কমিটির ঘোষনা হয়। এডভোকেট ইমরান চৌধুরীর সভাপতিত্বে জেলা যুব মৈত্রীর নতুন কমিটি গঠন করা হয়।
এসময় নবনির্বাচিত কমিটির সহ সভাপতি- নাজমুল নাজমুল হুদা, গোলাম সরোয়ার সম্রাট, রফিকুজ্জামান, গৌতম কুমার রায় এবং সহ-সাধারণ সম্পাদক সাখাওয়াত সুজন ও সাংগঠনিক সম্পাদক মুঞ্জুর আলমকে নির্বাচিত করা হয়। সম্মেলনে জেলা যুব মৈত্রীর প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট ইমরান হোসেন চৌধুরী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফয়জুল ইসলাম, জেলা কমিটির সদস্য সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম ও আবু জাহিদ জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন পরিচালনায় সাধারণ সম্পাদক নাজমুল হুদা।

সর্বশেষ - ঠাকুরগাঁও