প্রয়াত সমাজসেবিকা আনোয়ারা বেগমের স্মরনে দিনাজপুরে তরুণ খেলোয়ারদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়ে গেল ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার সন্ধ্যায় শহরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করে সাধুরঘাট জুনিয়র একাদশ।
খেলায় উদ্বোধক ছিলেন দিনাজপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি জহির খাঁন এবং প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ শাহ আলম।
পৌর আওয়ামীলীগের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল বিচ্চুর সভাপতিত্ব্ েএসময় বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রভাষক ইফতেখারুল মামুন সহ অনেকে।
এসময় প্রধান অতিথি সিআইপি শেখ আলম বলেন নিজেকে সুস্থ ও সতেজ রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা অনেক। তিনি বর্তমান সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে বলেন সব ধরনের খেলাধুলা প্রসারে সরকার সমান গুরুত্ব দিচ্ছেন।