মঙ্গলবার , ৭ জুন ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় ড্রেজার মেশিনে পাথর উত্তোলনের দায়ে এক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ৭, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ
তেঁতুলিয়ায়  ড্রেজার মেশিনে পাথর উত্তোলনের দায়ে এক ব্যবসায়ী আটক

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের অবৈধভাবে ড্রেজার মেশিনে পাথর উত্তোলনের দায়ে ফারুক (৩৫) নামের এক পাথর ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া বড়বিল্লাহ নামক স্থান হতে পাথর উত্তোলনের সময় ফারুক হোসেনকে আটক করা হয়। তিনি একই ইউনিয়নের কালারাম জোত গ্রামের মৃত.শহিদুল ইসলামের পুত্র।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই মাটির তলদেশ হতে অবৈধভাবে ড্রেজিং মেশিনের সাহায্যে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। হঠাৎ করে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে দর্জিপাড়া বড়বিল্লায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় সরঞ্জামসহ জব্দ করে ফারুককে আটক করা হয়। কয়েকদিন ধরেই ওই স্থানে মেশিনের সাহায্যে পাথর তোলা হচ্ছিল। মঙ্গলবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তবে অভিযুক্ত ফারুক বলছেন, আমি মূলত পাথরের ব্যবসা করি। ওই স্থান থেকে আমি পাথর কিনে থাকি। বিশেষ করে এ মেশিন দিয়ে পাথর তোলা হচ্ছে না। পানি নিস্কাশনের জন্য এ মেশিনটি আনা হয়েছে। এটি বালু কাটার কাজ করে থাকে।

জানা যায়, ২০১৯ সালে জুলাইতে পঞ্চগড়ে পুলিশ সুপার হিসেবে মুহম্মদ ইউসুফ আলী যোগ দেয়ার পর বন্ধ হয়ে যায় পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিনে পাথর উত্তোলন। এরপর থেকে থেমে থাকলেও সম্প্রতি মাথা চারা উঠছে ড্রেজার মেশিনে পাথর উত্তোলন। ড্রেজার মেশিনের সাহায্যে ৬০-৯০ ফুট গভীর থেকে পাথর উত্তোলন করতে দেখা যাচ্ছে। এতে করে মাটির নিচে শুন্যতা সৃষ্টি হয়ে ভূমিক্ষয়, ভূমিধস, ভূমিকম্পনসহ কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র মারাত্মকভাবে বিপর্যস্তের মধ্যে পড়তে পারে।

এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ছায়েম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর তোলার অপরাধে ফারুক (৩৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের ১৫ (৩) ধারায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, অবৈধভাবে যাতে কেউ এভাবে পাথর উত্তোলন করতে না পারে সে বিষয়ে মডেল থানা পুলিশ তৎপর রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জের রাজু বিদেশি পিস্তল-গুলি,মাদকসহ র‌্যাবের হাতে গাইবান্ধায় গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশীর দাফন সম্পন্ন সম্পন্ন

হাকিমপুরে চার হোটেল মালিকের ৩৫ হাজার টাকা জরিমানা

অদক্ষ কম্পিউটার অপারেটর এর কারণে পাসপোর্টে ভুল, দেখা হলো না মায়ের লাশ।

বোচাগঞ্জে কাঠের ঘানিতে সরিষার তেল উৎপাদনের ব্যবহৃত হচ্ছে যান্ত্রিক মোটর সাইকেল

দিনাজপুরে এমকেপি’র উদ্যোগে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠানে বক্তারা শুধু আইন দিয়ে বাল্য বিবাহ প্রতিরোধকরা সম্ভব নয়

বীরগঞ্জে লা-শ নিয়ে মহাসড়ক অবরোধ, হ-ত্যাকারীদের শা-স্তি দাবি

দিনাজপুরে রথযাত্রা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা সারাবিশে^র অসাম্প্রদায়িকতা ও মানবতার সেতু বন্ধন

বোদা উপজেলার কৃষি শ্রমিকরা বোরো ধান কাটতে বিভিন্ন জেলায় যাচ্ছেন

বোদা উপজেলার কৃষি শ্রমিকরা বোরো ধান কাটতে বিভিন্ন জেলায় যাচ্ছেন

বোচাগঞ্জে অাওয়ামী লীগের উদ্যেগে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন