শনিবার , ২৬ নভেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিল্প-কারখানার দূষণ নিয়ন্ত্রণ, উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন এবং ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিয় সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২৬, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ

পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসন দিনাজপুর এর সহযোগিতায় জেলা প্রশাসক, দিনাজপুর-এর সম্মেলন কেন্দ্রে শিল্প-কারখানার দূষণ নিয়ন্ত্রণ, উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন এবং ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খালেদ মোহাম্মদ জাকী, জেলা প্রশাসক, দিনাজপুর এবং বিশেষ অতিথি ছিলেন শাহ ইফতেখার আহমেদ, পুলিশ সুপার, দিনাজপুর ও সৈয়দ ফরহাদ হোসেন, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়, রংপুর। সভায় সভাপতিত্ব করেন মো: আনিচুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), দিনাজপুর।
সভার শুরুতে স্বাগত বক্তব্য ও মতবিনিময় সভার সার্বিক বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ,কে,এম, ছামিউল আলম কুরসি।
এরপর উন্মুক্ত আলোচনার অংশ হিসেবে ইটভাটা মালিক সমিতি, চাউল কল মালিক গ্রুপ, দিনাজপুর চেম্বার, ক্লিনিক ডায়াগনস্টিক সমিতি, হাসপাতাল, ইটিপি রয়েছে এমন প্রতিষ্ঠান, বেকারী, ডেইরী ফাম, জুটমিল, ফিডমিল, ফিলিং স্টেশন, পোল্ট্রি ফার্ম, জৈব সার, হোটেল/রেস্টুরেন্ট, বহুতল ভবন ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ আলোচনা করেন।
আলোচনায় চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হোসেন বলেন, আমরা আইন মেনেই চাউল কল পরিচালনা করতে চাই। তবে তিনি নবায়ন গ্রহণ সহজীকরণ ও ইটিপি স্থাপনে সরকারের প্রনোদনার আশা ব্যাক্ত করেন।
ইটভাটা মালিক সমিতির সভাপতি মো: রেজাউল করিম বলেন, আমরা আমরা আইন মেনেই ইটভাটা পরিচালনা করতে চাই। তিনি প্রচলিত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সংশোধনের উপর গুরুত্বারোপ করেন।
দিনাজপুর চেম্বারের প্রতিনিধি শামীম রেজা চৌধুরী বলেন, রাইস মিলের ইটিপি স্থাপন অনেক ব্যয়বহুল ও আমাদের রাইস মিলের শতকরা ৫ ভাগ মালিকের ইটিপি স্থাপনের সক্ষমতা রয়েছে। তিনি বলেন, সরকার সহায়তা করলে আমরা ইটিপি স্থাপন করব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক, ড.শোয়াইবুর রহমান, পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়, রংপুর পরিচালক, সৈয়দ ফরহাদ হোসেন, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির খালেদ মোহাম্মদ জাকী, জেলা প্রশাসক, বলেন, ২০৪১ সালের যে ভিশন রয়েছে তা বাস্তবায়নে পরিবেশ সম্মতভাবে শিল্প কারখানা স্থাপন করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তিনি ইটের বিকল্প বøক ব্যবহারে সবাইকে উদাত্ত্ব আহবান জানান এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার বিষয়ে অতি শীঘ্রই সমাধানের আশা ব্যক্ত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বীরমুক্তিযোদ্ধার বাড়ি দখলের সহযোগিতায় স্বাধীনতা বিরোধীরা

হরিপুরে নবাগত ইউএনওর সঙ্গে মত বিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা বৃদ্ধি বেড়েছে লেপ তোষকের চাহিদা

মাগরিবের আজানের পর নফল নামাজ পড়া যাবে কি?

রাণীশংকৈলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রশিক্ষণের শুভ উদ্বোধন

হরিপুর উপজেলা প্রেসক্লাবের কনিষ্ঠ সাংবাদিক নুর মোহাম্মদ এর জন্মদিন পালন

করোনার নতুন উপধরনে হিলি ইমিগ্রেশনে সতর্কতা

দিনাজপুর বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন উদ্যোগে কর্মহীন-অসুস্থ ও দুঃস্থ শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল

যমুনা ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে শতকোটি টাকার সম্পত্তি নিলামের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন

বাংলাদেশ রেলওয়ে দিনাজপুর উন্নয়নমূলক কার্যক্রম পরির্দশন করলেন উপ-সচিব