রবিবার , ২ অক্টোবর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন স্বপ্না ও সোহাগিকে গণসংবর্ধনা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২, ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে রবিবার ২ সেপ্টেম্বর দুপুরে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন জাতীয় মহিলা ফুটবল দলের ২ সদস্য রাণীশংকৈলের স্বপ্না রাণী ও সোহাগি কিসকুকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও পরিষদ, পৌরসভা এবং উপজেলা ক্রীড়া সংস্থার যৌথভাবে এ আয়োজন করে।
ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, আ’লীগ সভাপতি সইদুল হক ও সম্পাদক তাজউদ্দিন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ওসি এস এম জাহিদ ইকবাল,রানীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসেন।

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা,রাজনৈতিক-সাংকৃতিক নেতাও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা ছাড়াও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ও মোবারক আলী, ক্রীড়া সংস্থা সম্পাদক জাহাঙ্গীর আলম, কোচ সুগা মোরমু প্রমুখ।

বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁয়ের রানীশংকৈলের প্রত্যন্ত অঞ্চলের যে দু’জন কৃতি নারী খেলোয়াড় ফুটবলে বাংলাদেশকে গর্বিত করেছে। গর্বিত করেছে ঠাকুরগাঁও রাণীশংকৈলকে। আর কৃতি দুই নারী ফুটবলারদের গনসম্বর্ধনা অনুষ্ঠানে ইউএনও বক্তব্যের শুরুতেই আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় মঞ্চে বসে থাকা অতিথি ও দর্শকরা। ইউএনও বলেন, ‘ আজকে অনেকদিন পর এত আনন্দ পেয়েছি; আসলে অনেকদিন পর এতো আনন্দ আমি কখনো দেখিনি। এই অনুভূতিটা আমার তখনও ছিল যে, লোকজন তাদের দিকে তাকানোর জন্য রেডি হয়েছিল যে আমাদের এ এলাকার দুজন কৃতি মানুষকে দেখছি। যে আমার ভেতর থেকে এত আনন্দ লেগেছে তা প্রকাশ করতে পারছিনা। আগামীতে এ খেলোয়াড়রা আরও এগিয়ে যাবে আমার বিশ্বাস।’

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বপ্না ও সোহাগি প্রত্যেককে ৫০,০০০( পঞ্চাশ হাজার) টাকার চেক দেয়া হয়। প্রধান অতিথি তাদেরকে বিশেষ আর্থিক সহায়তা দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক প্রশান্ত বসাক। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত