দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নবরূপীর নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি পদে আব্দুস সামাদ এবং সাধারন সম্পাদক পদে একেএম মেহেরুল্লাহ বাদল পুনরায় নির্বাচিত হয়েছেন।
শুক্রবার রাতে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ নুরুল ইসলাম জানান, গত ১৮ নভেম্বর শুক্রবার আব্দুস সামাদ-একেএম মেহেরুল্লাহ বাদল ২১সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির একটি প্যানেল আমাদের নিকট জমা দেন। সেইসাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে রণজিৎ কুমার সিংহ মনোনয়নপত্র জমা দেন।
শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের তারিখ ছিল রণজিৎ কুমার সিংহ তার সহ-সভাপতি পদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে সামাদ-বাদল পরিষদের ২১ জন সদস্য বিনা প্রতিদ্ব›িদ্বতায় বেসরকারিভাবে নির্বাচিত হন। তারা বলেন, সভাপতি-আব্দুস সামাদ, সহ-সভাপতি-মানস কুমার ভট্টাচার্য, সুনীল চক্রবর্তী ও ডাঃ খাদিজা নাহিদ ইভা। সাধারন সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল, সহ-সাধারন সম্পাদক- মোঃ নুরুজ্জামান (জামান), সিফাত-ই-জাহান শিউ, অর্থ সম্পাদক-মোঃ আতিকুর রহমান নিউ, দপ্তর সম্পাদক-মোঃ আকবর আলী, প্রচার সম্পাদক-শাহ মোঃ শাহরুখ শিশির, নাট্য সম্পাদক-শামীম রাজা, সঙ্গীত সম্পাদক মোঃ ফরহাদ আহমেদ, সাহিত্য সম্পাদক-সিরাজাম মুনিরা, চারুকলা সম্পাদক-রওনক আরা হক নিপা, গ্রন্থগার সম্পাদক-মোঃ ফজলুল করিম, প্রশিক্ষন সম্পাদক-রাকিব হাসান রানা, কার্যকরী পরিষদের সদস্য-অধ্যাপক আমিনুল হক, ডাঃ মোঃ শহিদুল ইসলাম খান, সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, মোকসেদ আলী মঙ্গলীয়া ও মোঃ নাজমুল হক।
আগামী ৩ ডিসেম্বর ঐতিহাসিক রামসাগরে নবরূপীর পিকনিক ও নির্বাচনে বিজয়ী প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে নাম ঘোষনা করা হবে।