২৮ সেপ্টেম্বর সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতে ঠাকুরগাঁও সদর উপজেলার গিলাবাড়ী আদর্শ কিন্ডার গার্ডেন স্কুলের চার শিক্ষক কে অর্থদণ্ড অনাদয়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়
।
মোঃ কামরুল হাসান সোহাগ, সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় তিনি সরকারি নির্দেশনা অমান্য করে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পরিচালনার দায়ে গিলাবাড়ী আদর্শ কিন্ডার গার্ডেনের চারজন শিক্ষককে দন্ডবিধি ১৮৬০ এর ২৭১ ধারায় ১০,০০০/-(দশ হাজার) টাকা করে মোট ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ১৪(চৌদ্দ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।