পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের সংগৃহীত তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডেমেক্রেসিওয়াচ বাস্তবায়িত ‘আস্থা’ প্রকল্পের আওতায় গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের সেন্ট্রাল গেস্ট হাউস মিলনায়তনে ওই সভার আয়োজন করা হয়। নাগরিক প্লাটফর্মের জেলা কমিটির আহবায়ক ও বিকাশ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দীন প্রধানের সভাপতিত্বে আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির সদস্য ডুডুমারী গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন, জেলা পরিষদ সদস্য ও পরস্পর’র নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী, মালেকা ইয়াসমিন, মাহফুজা পারভীন ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম। সভায় ইউনিয়ন পর্যায়ের যুব ফোরাম আয়োজিত উঠোন বৈঠকে চিহ্নিত এলাকার বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।