দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরের বীরগঞ্জে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মাণ করা তোরণ ভেঙ্গে দিয়েছে একদল বিক্ষুদ্ধ জনতা।
বুধবার দিবাগত রাত আটটায় নির্মাণ করার তোরণটি ভেঙে দেয় তারা। এর আগে সন্ধ্যা ছয়টায় বীরগঞ্জ পৌর শহরের হাটখোলা সংলগ্ন সুজালপুর মোড়ে এই তোরনটি নির্মাণ করা হয়।
স্থানীয়রা জানায়, বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মোঃ আব্দুল সালামের নেতৃত্বে সন্ধ্যা ছয়টায় তোরণটি নির্মাণ করা হয়। বিষয়টি নজরে আসার পর বিক্ষুদ্ধ জনতা তরুণটি ভেঙ্গে ফেলে এবং আগুন ধরিয়ে দেয়।