বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে দুস্থ ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল। বুধবার (৩০ নভেম্বর -২০২২) বিকেলে উপজেলার ১১নং মরিচা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অত্র ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপি-৩ এর অর্থায়নে ২০২২-২৩ অর্থবছরে একতা উচ্চ বিদ্যালয় ও সাতখামার উচ্চ বিদ্যালয়ের ২৭ জন দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর -১( বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় উপজেলা সহকারি কমিশনা (ভুমি) রাজকুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, দিনাজপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী,গোলাপগঞ্জ ১২নং আঞ্চলিক আওয়ামী লীগ শাখার সভাপতি রিমন সরকার, সাধারণ সম্পাদক শফিউল আলম, মরিচা ইউনিয়ন পরিষদের সদস্য, সংরক্ষিত আসনের মহিলা সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট স্কুলগুলোর শিক্ষক সহ উপকারভোগী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মুজিব বর্ষ উপলক্ষে গ্রামীণ পর্যায়ের শিক্ষার্থীদের সময় বাঁচাতে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানে পৌছানের লক্ষ্যে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলালের উদ্যোগে ইতিপূর্বে মরিচা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২শত জন মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।