পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আদিবাসীদের জীবনমান উন্নয়নে ইতিবাচক সংবাদ প্রকাশের লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে বে-সরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও এ সভার আয়োজন করে। সংস্থার প্রেমদীপ প্রকল্পের আওতায় হেকস্ ইপারের সহযোগীতায় এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সভাপতি কাজী নুরুল ইসলাম ও আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, যুগ্ম সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল সরকার, সিনিয়র সাংবাদিক দীপেন রায়,সংস্থার উপজেলা ম্যানেজার ওয়ালিউর রহমান, ইকোনোমিকাল ডেভেলপমেন্ট অফিসার রওশন চৌধুরী,মোস্তাফিজুর রহমান প্রমূখ। সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অংশ নেয়। এতে আদিবাসী পল্লীর জলাবদ্ধতা, যাতায়াত অসুবিধা, শ্বশান ঘাট না থাকা সহ দলিত জনগোষ্ঠির নানা সমস্যা ও জীবনমান উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।