আনোয়ার হোসেন আকাশ রাণীশংকৈল থেকে..
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রাইমারি ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোয় বছরের প্রথমদিনে শুক্রবার (১জানুয়ারি) সকাল ১১টায় বই বিতরণ করা হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ছাত্র ছাত্রীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেন।
করোনার কারণে বন্ধ থাকে সকল শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন পর স্কুলে এসে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উচ্ছাসিত হয়ে খুশিতে আত্বহারা হয়ে পড়েন।
রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থেকে বই বিতরণের উউদ্ধোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকছেদুর রহমান।
এসময় প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যগণ উপস্হিত হয়ে বই বিতরণের কার্যক্রম শুরু করেন।
অপরদিকে রানীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নেকমরদ আলিমউদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণের কার্যক্রমের উদ্ধোধন করেন রাণীশংকৈল মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহারিয়ার।
এসময় উপস্হিত ছিলেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল আলম, নেকমরদ আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন সহ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক গণ।
উল্লেখ্য ,এবছর সরকার সারাদেশে বিনামূল্যে ৩৫কোটি বই বিতরণের কার্যক্রম চলমান রয়েছে ।