বিকাশ ঘোষ , বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুর-১ (বীরগঞ্জ- কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির ঘারে ভর দিয়ে বিএনপির ক্ষমতায় আসা সম্ভব নয়। শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করবার জন্য বিএনপি আবারো সাম্প্রদায়িক শক্তিকে সংগঠিত করবার চেষ্টা করছে। মদদ দিচ্ছে জঙ্গিবাদকে। কিন্তু তারা জানে না, সাম্প্রদায়িক অপশক্তির ঘারে ভর দিয়ে ক্ষমতায় আসা সম্ভব নয়। তিনি বলেন, শেখ হাসিনা দেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করেছেন। আর দেশে গণতন্ত্র বিরাজমান বলেই এত উন্নয়ন সম্ভব হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ধর্মান্ধতা আগে ঘৃণা করে বলেই বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না।
বুধবার (৩০ নভেম্বর ২০২২) সন্ধায় কাহারোল উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে কান্তনগর মোড় (১২ মাইল) হইতে উপজেলা হেড কোয়ার্টার সড়কে জগন্নাথপুরে ৩৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. নাইম হাসান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, জেলা পরিষদের সদস্য মিরা মাহাবুব, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান সরকার লিমন।