শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হাবিপ্রবি শিল্প ও সাহিত্য সমিতির কমিটি গঠন সাদিক সভাপতি-জোবায়ের সম্পাদক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ

হাবিপ্রবি শিল্প ও সাহিত্য সমিতির পঞ্চম কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ১৯ ব্যাচের শিক্ষার্থী সাদিক আল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই ব্যাচ ও অনুষদের শিক্ষার্থী জোবায়ের সরকার। সহ-সভাপতি পদে ১৯ ব্যাচের কৃষি অনুষদের মো. আশিকুল ইসলাম নাফিস ও একই ব্যাচের ইইই বিভাগের মো. রাকিব হাসান নির্বাচিত হয়েছেন৷

শনিবার (২ ডিসেম্বর) সংগঠনটির ২৩-২৪ নতুন কমিটির ঘোষণা করেন সংগঠনটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. লাবলু ইসলাম৷

দায়িত্ব পেয়ে সংগঠনটির সভাপতি সাদিক আল আমিন বলেন, আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উপদেষ্টামণ্ডলীসহ ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দের প্রতি, যারা আমাকে যোগ্য মনে করেছেন। অন্তরের অন্তস্থল থেকে তাদের ধন্যবাদ জানাই। অভিনন্দন জানাই তাদের যারা উক্ত কমিটিতে নিজ যোগ্যতাবলে স্থান করে নিতে পেরেছে।

‘স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন’ আমি সর্বোচ্চ চেষ্টা করবো সংগঠনে নিজের সেরাটুকু দেয়ার। চেষ্টা করবো ‘হাবিপ্রবি শিল্প ও সাহিত্য সমিতি’ যেন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়েও সমানভাবে অবদান রাখতে পারে। সেজন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

সংগঠনটির সাধারণ সম্পাদক জোবায়ের সরকার বলেন, ‘হাবিপ্রবি শিল্প ও সাহিত্য সমিতি’ বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সংগঠন এবং এই সংগঠনের গুরুদায়িত্ব আমার ওপর অর্পণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে জানাই কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। ধন্যবাদ জানাই তাদের যারা আমার ওপর আস্থা রেখেছেন। দোয়া রাখবেন সে আস্থার জায়গাটুকু যেন ধরে রাখতে পারি। সংগঠনকে নতুন কিছু দেয়ার এবং এর কল্যাণে কাজ করে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।

এছাড়াও নতুন কমিটিতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে অ্যানিভা এলিজ মিষ্টি, সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল হাসান , সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাকিম সাদী ও সৌরভ রাজ, অর্থ সম্পাদক পদে লিটন প্রামাণিক , সহ-অর্থ সম্পাদক পদে ইসরাফিল ইসলাম প্রধান, সাহিত্য সম্পাদক পদে আসমা-উল-হুসনা মুগ্ধ, সহ-সাহিত্য সম্পাদক পদে হেদায়েতুন হিরা ও তানজিলা মুস্তারী অর্পি, নাট্য ও চিত্রকলা বিষয়ক সম্পাদক পদে নিধি সরকার, সহ-নাট্য ও চিত্রকলা বিষয়ক সম্পাদক পদে পলাশী রায়, দপ্তর সম্পাদক পদে সাজনিন সুলতানা, প্রচার সম্পাদক পদে মলয় কিশোর বর্মন, সহ-প্রচার সম্পাদক পদে তানজিম মোস্তাফিজ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে কৃষকের জমির ফসল নষ্ট করল দূর্বৃত্তরা

রাণীশংকৈলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ নির্মানে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে –হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে অতি-দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচীর গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ইউপি সদস্যকে হত্যার ১১ বছর পর দম্পতির যাবজ্জীবন

হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা

নবাবগঞ্জে নলকূপের ড্রেন খননকালে গণেশের মূর্তি উদ্ধার

ঘোড়াঘাটে ৩৩ জন কৃতি  শিক্ষার্থীকে সংবর্ধনা

ঘোড়াঘাটে ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

জেবুন্নেছার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেবে দুদক

দিনাজপুরে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে স্কোর কার্ড পরিকল্পনা সভা