রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ৩রা শনিবার ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়। দেশ মুক্ত হয়েছে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কিন্তু ঠাকুরগাঁও জেলার স্বাধীনতা কামি মানুষ ঐক্যবদ্ধ হয়ে ১৬ডিসেম্বর এর পূবেই ৩রা ডিসেম্বর হানাদার বাহিনীকে হটিয়ে দিয়ে ঠাকুরগাঁও জেলাকে মুক্ত করেছিলো।
স্বাধীনতার পর থেকে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন দিবসটিকে মর্যাদার সাথে পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় রাণীশংকৈল উপজেলার সাধারণ মানুষ শহরের বিভিন্ন পথে আনন্দ র্যালী প্রর্দশন করেন। র্যালী শেষে চৌরাস্তা মোড়ে ৩রা ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত দিবস ও ১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উযযপন পরিষোদের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক অধ্যক্ষ আ’লীগের সভাপতি সইদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সাবেক মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা, সাবেক এমপি ইয়াশিন আলী, অধ্যক্ষ তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার হবিবর রহমান,আ’লীগ সাধারন সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, অধ্যাপক প্রশান্ত বসাক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, অধ্যক্ষ মহাদেব বসাকসহ আরো অনেকে।
এছাড়াও র্যালী ও আনন্দ শোযাত্রায় অংশগ্রহণ করেন ষড়জ শিল্পীগোষ্ঠি,বাংলাদেশ উদিচী শিল্পীগোষ্ঠি ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মি।
ঠাকুরগাঁও সংবাদ