ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের ঘোড়াঘাটে রবি মৌসুমের জন্য কৃষি পূনর্বাসন সহায়তার আওতায় ৩১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, ভুট্টা, গম, পেঁয়াজ ও মুগ ডাল বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাছ হোসেন সরকার, অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ খাতিজাতুল কোবরা, উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার মোঃ রুহুল আমিন, পালশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল হামিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবু বক্কর সিদ্দিক।