প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ ” ঝুঁকিপূর্ণ পুরুষ ও হিজড়া ” জনগোষ্ঠীর স্বাস্থ্য প্রদান করা। এর অংশ হিসেবে দিনাজপুর জেলায় লাইট হাউজ এর উদ্যোগে অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুর সিভিল সার্জন অফিসের শহীদ ডাঃ আব্দুল জব্বার মিলনায়তনে লাইট হাউজের এর বাস্তবায়িতব্য কাজের অংশ হিসেবে জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, আইনজীবী, সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক, জেলা পর্যায়ের সংশ্লিট জিও-এনজিও কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহনে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডাঃ মোঃ ওয়াহেদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা: আসিফ আহমেদ হাওলাদার ও দিনাজপুর কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মাওলা।
অ্যাডভোকেসি সভায় প্রজেক্ট এর মাধ্যমে প্রেজেন্টেশন করেন দিনাজপুর দি গে¬াবাল ফার্ম প্রজেক্ট এর সাব ডিআইসি ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম।
সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. নুরুল এর প্রাণবন্ত সঞ্চালনায় সভায় অংশগ্রহণ করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর চিকিৎসকগণ, বিভিন্ন এনজিও কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কিভাবে হিজড়া ও পুরুষ যৌন কর্মীদের কোন বৈষম্য ছাড়াই এসটিআই এবং এইচটিআই সহ স্বাস্থ্য সেবার আওতায় এনে তা নিশ্চিত করা যায় – এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন অ্যাডভোকেসি সভার অংশগ্রহণকারীরা।
উল্লেখ্য যে, লাইট হাউস একটি বেসরকারী মানবাধিকার, স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান। ১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর থেকে লাইট হাউস বাংলাদেশের গ্রামীণ ও শহরে দরিদ্র, প্রান্তিক ও উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যৌন সংখ্যালঘু, হিজড়া আদিবাসী এবং অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে। বর্তমানে লাইট হাউস আইসিডিডিআর,বির ব্যবস্থাপনায় ও গে¬াবাল ফান্ডের আর্থিক সহায়তায় এবং জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম এর সার্বিক তত্ত¡াবধানে পরিচালিত ” প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস ফর কি পপুলেশন (এমএসএম, এমএস ডবিøউ, হিজড়া) ইন বাংলাদেশ ” নামক প্রকল্পটি দিনাজপুর জেলায় ২টি সেবা কেন্দ্রের মাধ্যমে ” ঝুঁকিপূর্ণ পুরুষ ও হিজড়া ” জনগোষ্ঠীর জন্য এইচআইভি/এইডস প্রতিরোধ কার্যক্রম সফলতার সাথে বাস্তবায়ন করছে।