সমাজ কল্যান সমিতির আয়োজনে উপশহর ৫ নম্বরে ফুটবল প্রতিযোগীতার চুড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপশহর ৫ নম্বর সমাজ কল্যান সমিতির মাঠে ফুটবল প্রতিযোগীতার বিজয়ী টু ষ্টার খেরপট্টি দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল।
গত ১১ নভেম্বর ২০২২ এ ফুটবল টুনামেন্টের উদ্বোধন হয়। খেলায় একের পর এক দলকে হারিয়ে ফাইনালে ফ্লাওয়ার মিল (উপশহর ৫ নম্বর বøক) বনাম টু ষ্টার (খেরপট্টি) যোগ্যতার প্রামান দেয়। শুরুতেই মাঠ দাফিয়ে বেড়ায় ফ্লাওয়ার মিলের খেলোয়াড়রা। ৬ নম্বর জার্সি সফিকুলের গোলে এগিয়ে থাকে প্রথমআর্ধ শেষ করে তারা । দ্বিতীয়ার্ধে একের পর এক গোল ঠেকাতে ব্যার্থ দু-দলের গোলকিপার। তবে ৪-৩ এগিয়ে থেকে শেষ হাসিঁটা হাসেঁ টু ষ্টার খেরপট্টি দল। দলের এমন জয়ে টিম ম্যানেঞ্জার মোঃ আব্দুল আজিজ রাতে পিকনিকের ঘোষনা করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ মাসুদ আলম, রশিদুল আলম শহিন,সমাজ কল্যান সমিতির সভাপতি আফতাব আলম বাবু, সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান রনি, সমাজকর্মী আহসানুজ্জামান চঞ্চল প্রমুখ।
টুনামেন্টে মাঠে উপস্থিত থেকে সার্বিক সহযোগীতায় করছেন সাগর,ইমন ,পিয়াল,হিমু,জয়।