বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, করোনা নির্মূলের জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যেন বাংলাদেশের একজন মানুষও করোন আক্রান্ত না হয় এবং যার কারণে রাষ্ট্রীয় অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত করে হলো মানুষ বাঁচানোর চেষ্টায় লিপ্ত জননেত্রী শেখ হাসিনা। অপরদিকে আর একটি মহল পশ্চাৎপদ চিন্তা ধারায় ধর্মকে পুজি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তাই ধর্মান্ধদের বিরুদ্ধে ধর্মপ্রাণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার বীরগঞ্জ উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু রেজা মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, বীরগঞ্জ এলএসডির ওসি জিয়াউর রহমান, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী প্রমুখ।