দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দিনাজপুর শহরে অবস্থান কর্মসূচী পালন করেছে পৌর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনসমূহ।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দিনাজপুর শহরের সাতটি পয়েন্টে এই অবস্থান কর্মসূচী পালন করে পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সবকটি পয়েন্টে অবস্থানরত নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, সহ সভাপতি জহির খান, অনুপ কুমার দে, আব্দুর রহমান বকুল, ওয়াহেদুল আলম আর্টিস্ট, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলী, মো. মাসুদ রানা, নওশাদ ইকবাল কলিন্স, বিজয় কুমার কুন্ডু ভাইয়া, কামরুল হাসান ভুট্টো, ফয়সাল ইবনে আজিজ চঞ্চল, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারি অধ্যাপক মাহমুদুল হক কোরায়শি দুলাল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মকসেদুর রহমান সাহাজাদা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ আরমান আলী আলম, কোষাধ্যক্ষ মো. ফজলুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মাকসুদা পারভীন মিনা, সহ দফতর সুজন কুমার দে, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রলয় কান্তি রায় জনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও পয়েন্টগুলোতে কঠোর অবস্থান নেন ১২টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, মহল্লা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।