বৃহস্পতিবার , ২৩ জুন ২০২২ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২৩, ২০২২ ৭:০৯ অপরাহ্ণ

বিকাশ ঘোষ বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে একটি বণার্ঢ্য র‍্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল ইসলাম চৌধুরী, ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজু,
কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য আবু হুসাইন বিপু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল খাইয়ের, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী,প্রচার সম্পাদক হরিশ চন্দ্র মিঠু,শ্রম বিষয় সম্পাদক দেবেন কুমার সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম জুয়েল,আওয়ামী যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোর্শেদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি /সাধারণ সম্পাদকবৃন্দ, বিভিন্ন ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি /সাধারণ সম্পাদকবৃন্দ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উদযাপন করা হয়। সভায় সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুর। উল্লেখ্য যে, ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠার মধ্যদিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন। অন্যদিকে কেন্দ্রীয়ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তী সময়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম ‘ আওয়ামী লীগ ‘ করা হয় এবং বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করার পর থেকে প্রবাসী সরকারের সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নাম ব্যবহার শুরু হয়।১৯৭০ সাল থেকে এ দলের নির্বাচনী প্রতিক নৌকা। পরবর্তী সময়ে দেশের অন্যতম প্রাচীন এই সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়। তাই দিবসটি উপলক্ষে প্রতিবছর বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ সকল দলীয় কার্যালয়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ ও পালিত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ খাদ্য গুদামে আমন চাউল ক্রয়ের উদ্বোধন

রাণীশংকৈলে গ্রাম উন্নয়ন কমিটির মতবিনিময় সভা

সাবেক ছাত্রলীগ সভাপতি খাইরুল আলমের শোক সভা

ঠাকুরগাঁওয়ে ৫ জন স্কুলছাত্রী করোনায় আক্রান্ত দুই শ্রেণির ক্লাস বন্ধ

পঞ্চগড়ে পাথরাজ সেচ প্রকল্পের সংস্কার কাজ শুরু সেচ সুবিধার আওতায় আসবে দুই হাজার হেক্টর জমি

মেডিকেলে চান্স পাওয়ায় ঠাকুরগাঁওয়ের ৮ জন শিক্ষার্থীকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে পেট্রোল-ডিজেল সংকট

বড়পুকুরিয়া কয়ালা খনির ৫২ শ্রমিকের করোনা শনাক্ত \ কয়লা উত্তোলন বন্ধ

২৪জুন মুক্তি পাচ্ছে কামরুজ্জামান রাব্বির ‘ভালোবাসার ভেদপরিচয়’ গানটি