বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুর ইউনেস্কো ক্লাবের উদ্যোগে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে দিনাজপুর ইউনেস্কো ক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত“ বিশ্ব মানবাধিকার,বিশ্ব নাগরিক শিক্ষা ও টেকসই বিশ্ব উন্নয়ন লক্ষমাত্রা-৪“ বিষয়ক দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান। এসময় অতিথি ছিলেন আর্দশ কলেজের অধ্যক্ষ ড.সৈয়দ রেওয়ানুর রহমান,দক্ষিন কোতয়ালী কলেজের জেষ্ঠ্য প্রভাষক সানজিদা শবনম।
প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি বলেন, আমাদের সরকারের মিশন ও ভিশন হচ্ছে ধাপে ধাপে পর্যায়ক্রমে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হবে। তিনি বলেন সমাজের কোনো অংশকে বাদ দিয়ে এগুনো সম্ভব নয়, তাই সকলের ঐকান্তিক সহযোগীতায় সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনার সঠিক বাস্তবায়নের মাধ্যমে লক্ষ অর্জন করা সম্ভব।
সংগঠনের দিনাজপুর শাখার সভাপতি ও ইউনেস্কো/কেইজো ওবুচি রিসার্চ ফেলো ২০২২ শামসুল মুকতাদির সভাপতিত্বে কর্মশালায় দিনাজপুরের বিভিন্ন সরকারি বেসরকারি স্কূল/কলেজের শিক্ষকরা বক্তব্যকালে এসডিজি ৪ বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য অধিকতর প্রশিক্ষনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এসময় তারা নিজেদের সমসাময়িক বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং বাস্তব অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন। আয়োজিত কর্মশালায় অর্ধশতাধিক প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।