বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জে ৪নং পাল্টাপুর ইউনিয়নের ধুলোট গ্রামে আত্রাই নদীর বালুর চর থেকে তরমুজ চুরি হয়েছে। ধুলোট গ্রাম হতে কালীবাজার নামক স্থানে হলি দাস তরমুজ রোপন করেন।
২৭শে এপ্রিল, মঙ্গলবার আনুমানিক রাত ১১টায় একদল ডাকাত রাম-দা নিয়ে তরমুজ ক্ষেতে তরমুজ চুরি করতে আসে। সেই ক্ষেতে আনুমানিক পাচঁশত পিচ তরমুজ ডাকাতি করে নিয়ে যায়। ক্ষেতের আনুমানিক নয়শত পিচ তরমুজ রাম-দা দিয়ে কেটে নষ্ট করে ছিন্ন ভাবে ক্ষেতে ফেলে রেখে যায় যার মূল্য দুই লক্ষ আঁশি হাজার টাকা ।
তরমুজ ক্ষেতে পাহাড়াদার বাধা দিতে গেলে তাদের মৃত্যুর হুমকি দেয়। সেই ভয়ে তারা সেই স্থান ত্যাগ করে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। সেই চিৎকার শুনে এলাকার জনমানুষ ছুটে আসে।
তারপর সেই ডাকাতদল জনমানুষকে দেখে আত্রাই নদী নৌকায় পার হয়ে সেই স্থান ত্যাগ করে।
২৮শে এপ্রিল বুধবার সকালে থানায় অভিযোগ করলে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে এবং বাদীকে আচ্ছাস দেয় আসামী যেই হোক না কেন খুব শীঘ্রই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব।