দিনাজপুর প্রতিনিধি \
জমি নিয়ে বিরোধের জেরে দিনাজপুরের খানসামায় আপন চার ভাইয়ের মারামারির ঘটনায় বড়ভাই আজিজার রহমান আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
নিহত আজিজার রহমান (৬৪) দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট গ্রামের গুন্দুশাহ পাড়ার বাসিন্দা মৃত সবির আলীর বড় ছেলে।
গতকাল শনিবার খানসামায় জমি নিয়ে বিরোধের জেরে আপন ৪ ভাইয়ের মারামারি ঘটনায় বড় ভাই আজিজার রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এর আগে ৬ সেপ্টেম্বর বাড়ীতে আপন ভাইদের মধ্যে মারামারিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয় আজিজার রহমানকে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ৪৩শতক আবাদী জমি নিয়ে ওই এলাকার আজিজার রহমানের সাথে তাঁর আপন তিন ভাই মাসুদ করিম, আঃ রহিম ও রেজাউল করিমের সাথে বিরোধের জেরে গত ৬ সেপ্টেম্বর দুপুরে মারামারি হয়। এসময় আহত হয়ে আজিজার রহমান, তাঁর ছেলে মোস্তাকিম ইসলাম (২৬), স্ত্রী ছাবিয়া বেগম (৬৫) ও ছেলের স্ত্রী শিউলী বেগম (২৩) খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (পাকেরহাট)-এ ভর্তি করা হয়। এ ঘটনায় আদালতে গত বৃহস্পতিবার মামলা করা হয়েছে। যা বর্তমানে পিবিআইতে তদন্তাধীন রয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোর ৪টার দিকে আজিজার রহমান মারা যান।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ওসি (তদন্ত) তাওহীদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।