চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে কয়েকটি ইটভাটায় দিনভর সাঁড়াশী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় এবং সরকারি কাজে বাঁধা করার ঘটনায় এক ট্রাক্টর মালিককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর রবিবার দুপুর ১২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খালিদ হাসান। অভিযানে ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ইটভাটা ব্যবসায়ী মো. নুর আমিনের এম এইচ ইটভাটায় ৩৫ হাজার, মোজাম্মেল হক বকুসের এসএ ইটভাটায় ২০ হাজার, আবেদ আলীর এ এস ইটভাটায় ২০ হাজার, মোশাররফ হোসেনের এস বি ইটভাটায় ৩০ হাজার ও কামাল হোসেনের এ কে ইটভাটায় ২০ হাজার টাকা জরিমানা করেন। অভিযান পারিচালনার সময় সরকারি কাজে বাঁধা প্রদান ও অসহযোগিতা করার দায়ে ওবাইদূুল হক (৩৮) নামে এক ব্যক্তিকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এছাড়াও একইদিনে পৃথক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুনাল্ট চাকমা মো. মোখলেছার রহমানের নিউ আর এস ইটভাটায় ২ লাখ টাকা, মো. ওয়াজেদ আলীর বি আর বি ইটভাটায় ১ লাখ টাকা, শংকর রায়ের আর এ বি ইটভাটায় দেড় লাখ টাকা এবং হুমায়ুন কবিরের আর বি এস বি ইটভাটায় ২ লাখ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ হাসান জানান, মহামান্য হাইকোটের নির্দেশ অনুযায়ী উপজেলার সকল অবৈধ ইটভাটা বন্ধ ও কৃষি জমির উপর ইটভাটা চালাতে দেয়া হবে না। একদিনে পৌণে ৮ লাখ টাকা জরিমানা করায় উপজেলার ইটভাটাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।