দিনাজপুর পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যেসহ সাংগঠনিক ও বিবিধ বিষয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার রাত ৮টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগ আয়োজিত কার্যনির্বাহী সংসদের উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাড. এসএম শামিম আলম সরকার বাবু।
সভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী এর সঞ্চালনায় আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি জহির খান, অনুপ কুমার দে, সত্য ঘোষ, আব্দুর রহমান বকুল, ওয়াহেদুল আলম আর্টিস্ট, সৈয়দ সোহেল হোসেন, দবিরুল ইসলাম, শেখ মো. শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলী, মো. মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক বিজয় কুমার কুন্ডু ভাইয়া, কামরুল হাসান ভুট্টো, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যশেষে সর্বসম্মতিক্রমে আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গৃহিত হয়। এছাড়াও সাংগঠনিক ও বিবিধে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।