দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, আগামী প্রজন্মকে স্বাস্থ্যবান ও পুষ্টিসমৃদ্ধ করার জন্য নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে হবে।
২১ ডিসেম্বর বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও সিভিল সার্জন অফিস দিনাজপুরের আয়োজনে এবং ইকো-সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও এসএফএসএ, বাংলাদেশ এর সহযোগিতায় জেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভায় তিনি সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুর জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী জেলার পুষ্টি কমিটির অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন। এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইএসডিও’র ফোকাল পার্সন শাহ মোঃ আমিনুল হক। জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি’র জারীকৃত প্রজ্ঞাপন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মোঃ সামিউল ইসলাম। নাইস প্রকল্পের লক্ষ ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন এস.এফ.এস.এ বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার মোশফেকুল আলম তালুকদার। নিরাপদ সবজি উৎপাদন ও কৃষি উদ্যোক্তার খোঁজে বিষয় নিয়ে বক্তব্য রাখেন সিনজেনটা ফাউন্ডেশনের ফির্ল্ড কো-অর্ডিনেটর মোঃ নাসির উদ্দিন। মুক্ত আলোচনা করেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মমতাজ বেগম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রওনকুল ইসলাম চৌধুরী, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল ও এনজিও প্রতিনিধি এবং সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়। সঞ্চালকের দায়িত্ব পালনক করেন নাইস প্রজেক্ট, ইএসডিও’র প্রজেক্ট অফিসার সুবর্ণা ইসলাম। সার্বিক সমন্বয়ক হিসেবে ছিলেন নাইস প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রত্যয় চ্যাটার্জী।