গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পৌষের হরেক রকম পিঠা-পুলি আর বাহারি পোশাক ও প্রসাধনীর নজরকারা কালেকশন নিয়ে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে দিনাজপুরে জমে উঠেছে ৩দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব।
মেলায় স্থান পেয়েছে উদ্যোক্তাদের ৩৩টি স্টল। সেলফি, আড্ডা, নাচ-গান আর আনন্দ উল্লাস সব মিলিয়ে জমিয়ে রেখেছে মেলার পরিবেশ। আর মেলায় পাটিসাপটা, ধুপি পিঠা, নকশি পিঠা, মালপোয়া, পাকন পিঠা, তেল পিঠা, ছিতা পিঠা, মুগ পিঠা, চিতুই, ভাপা, নারিকেল পিঠা, নুনিয়া পিঠা, ক্ষীরকুলিসহ নানা রকমের পিঠা সবার দৃষ্টি কেড়েছে।
গ্রাম বাংলার ঐতিহ্য আর উদ্যোক্তাদের প্রতিভা সবার মাঝে তুলে ধরতে মুলত এ আয়োজন বলে জানান আয়োজক অনলাইন বেসিক ফেসবুক গ্রæপ দিনাজপুর গার্লস ক্লাব এর এডমিন আফরিন মৌ, আফরোজ মাহমুদ বন্যা।
দিনাজপুর গার্লস ক্লাবের আয়োজনে গেল বৃহস্পতিবার দিবাগত রাতে উৎসবমুখর পরিবেশে দিনাজপুর ইন্সটিটিউট মাঠে তিনদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকসী বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, বিসিক এর উপ-ব্যাবস্থাপক আমজাদ হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিন্নাহ আল মামুন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন অনলাইন বেসিক ফেসবুক গ্রæপ দিনাজপুর গার্লস ক্লাব এর এডমিন আফরিন মৌ, আফরোজ মাহমুদ বন্যা। এসময় উপস্থিত ছিলেন পিন্টু ও দিনাজপুর গার্লস ক্লাব এর মডারেটর তাসপিয়া প্রমুখ।