স্বাধীনতার বিজয় দিবস উৎসবকে স্মরণীয় করে রাখতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মাসব্যাপী বিভিন্ন কর্মস‚চির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা-২০২৩” এর শুভ উদ্বোধন হয়েছে।
রবিবার বিকাল ৪ টায় টিএসসি’র মুক্তমঞ্চে উক্ত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন (দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. ফাহিমা খানম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, বিভিন্ন হলের হল সুপার, বিচারক বৃন্দসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
এদিকে বিজয় দিবস উৎসবকে স্মরণীয় করে রাখতে আজ দুপুর ২.৩০ থেকে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩।