শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ওবায়দুল কাদের তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৪, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে টানা তৃতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের কাউন্সিল অধিবেশনে কাউন্সিলররা তাকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করেন।

ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের প্রথমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন ২০১৬ সালে দলের ২০তম সম্মেলনে। দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হন ২০১৯ সালে দলের ২১তম সম্মেলনে। এবার ২২তম সম্মেলনেও শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে হ্যাটট্রিক করলেন সড়ক পবিরহন ও সেতুমন্ত্রী। নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের এর আগে দলের সভাপতিমণ্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত দলটিকে প্রাথমিকভাবে ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। পরে দলটিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ধর্মনিরপেক্ষ করার জন্য ১৯৫৫ সালে তৃতীয় কাউন্সিলের সময় ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়।

প্রতিষ্ঠার পর থেকে শেখ হাসিনা দশমবার দলটির সভাপতির দায়িত্ব পেলেন। মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চারবার এবং আবদুর রশীদ তর্কবাগীশ তিনবার আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

বঙ্গবন্ধু পাঁচবার, তাজউদ্দীন আহমদ চার বার, জিল্লুর রহমান ও সৈয়দা সাজেদা চৌধুরী তিন বার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া আব্দুর রাজ্জাক ও সৈয়দ আশরাফুল ইসলাম দুই বার করে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আর ওবায়দুল কাদের টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক হয়ে হ্যাটট্রিক করলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দিনাজপুরে আগুনে বাড়িঘর পুড়ে নি:স্ব পরিবারের পাশে রক্তদাতারা

জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের দিনব্যাপী রবীন্দ্র সংগীত প্রশিক্ষণ কর্মশালা

শীতে ভ্যানে চড়তে চায় না  কেউ, তাই কামাই নাই

শীতে ভ্যানে চড়তে চায় না কেউ, তাই কামাই নাই

ঠাকুরগাঁওয়ের অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেস্তোরাঁ-বেকারি বন্ধ ঘোষণা

কাস্টমসের কমপ্লিট শাটডাউনে হিলি স্থলবন্দরের কার্যক্রম ব্যাহত

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ নাজমা শিরিন।

বীরগঞ্জে ২১৭ তম কাব স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্ন