মানুষের জীবন বাচাঁতে রক্তদানের পাশাপাশি দিনাজপুর শহরে আগুনে বাড়িঘর পুড়ে যাওয়া নিঃস্ব এক পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে রক্তদান সমাজকল্যান সংস্থা। তারা এক মাসের খাদ্যসামগ্রী, পোশাক ও নগদ অর্থ দিয়েছে পরিবারটিকে।
সোমবার দুপুরে দিনাজপুর শহরের মামুনের মোড় এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারকে এসব সামগ্রী তুলে দেন রক্তদান সমাজ কল্যান সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবির হোসেন বিপ্লব, সদস্য আরাফাত হোসেন, ফাহিম, সজিব, মামুন প্রমুখ।
এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্ব শত্রতার জের ধরে বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় তার সবকিছু ভষ্মিভ‚ত হয়। পরের দিন গত শুক্রবার সরকারিভাবে সহযোগিতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত ঐ পরিবারকে নগদ ৫ হাজার টাকা, শুকনো খাবার পৌঁছে দেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রমিজ আলম। এছাড়া তাদের কল্যানে বিভিন্ন সহযোগিতার আশ^াস প্রদান করেন নির্বাহী অফিসার।