বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাবে উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে বীরগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মোটরসাইকেল গ্যারেজের কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মো. আবেদ আলী, সভাপতি মো. মাজেদুর রহমান, সিনিয়র সহ সভাপতি ছকিমদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো.শাহিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সাহিত্য, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক রেজা মো. তৌফিক, সাংবাদিক সিদ্দিক হোসেন, রতন ঘোষ পিযুষ, তোফাজ্জল হোসেন, রনজিৎ সরকার রাজ, কার্তিক ব্যান্যার্জী, বিকাশ ঘোষ, আব্দুল জলিল, কেয়ারটেয়ার মো. মকবুল হোসেন। উদ্বোধন শেষে মোনাজাত করেন দারুল হুদা মাদ্রাসার মাওলানা মুফতি ফয়জুল্লাহ।