দিনাজপুরে সংবাদ সম্মেলনে অসহায় লাল মিয়া আর্ত্তি তার
অর্পিত সম্পত্তি ও জীবন রক্ষায় প্রশাসনের
সহযোগীতা ও ভুমিদস্যূদের শাস্তি চাইলেন
মাত্র ১৪ শতক জমিই মো: লাল মিয়া ও তার পরিবারের প্রত্যেক সদস্যের জীবনের জন্যে হুমকি হয়ে দাঁড়িয়েছে । ওই সম্পত্তিটুকু জোরদখলের পায়তারা করছে একই গ্রামে বসবাসকারী প্রভাবশালী ভুমিদস্যু মোফিজুল ও তার সন্ত্রাসীরা।
সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপরোক্ত অভিযোগ করে লিখিত বক্তব্য পাঠ করেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভাতুরিয়া রামপুর গ্রামের মো: আবু কালামের পুত্র মো: লাল মিয়া। এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, ক তফশীল বর্ণিত ডিপি কেস নং ১২৩/৭০-৭১,৭১ নং রামপুরা মৌজার এসএ ৩৯ নং খতিয়ানের ৩০২ নং দাগের ৪৪ শতক অর্পিত জমি ২০০৫ সালে সরকারের স্থানীয় প্রশাসনিক দফতর হতে ৪ হাজার ৮ শত টাকায় লিজ নিয়ে বসবাস করে আসছেন। গত ২/০১২/২০০৬ সালে গুলজার এবং ফারুক নামীয় ব্যক্তি ভুয়া জাল ডিপি তৈরী করেন, যার খতিয়ান নং ৩৯৭ ও দাগ নং ৩০২ পরিমান ৪৪ শতক দেখানো হয়েছে।
এসময় তিনি মৌখিকভাবে জানান,এ জমি নিয়ে ইতিমধ্যেইে আদালতে মামলা বিচারাধীন রয়েছে,তারপরেও তারা আমাকে এবং আমার পরিবারকে জমি থেকে উচ্ছেদের জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা আমার সর্ম্পূন্ন জমি দখলে নেয়ার জন্যে বিভিন্নভাবে হুমকি ধমকি অব্যাহত রাখায় পরিবার পরিজন নিয়ে এই শীতের দিনে আমি অসহায় অবস্থায় পারিয়ে বেড়াচ্ছি।
এসময় সংবাদ সম্মেলনে প্রতারণাকারী ভুমিদ:স্যু ও সন্ত্রাসী মোফিজুল এবং রফিজুল গ্যাং এর হুমকী ধমকির হাত থেকে নিজ নামীয় অর্পিত সম্পত্তি ও জীবন রক্ষায় প্রশাসনের সার্বিক সহযোগীতা প্রত্যাশা করে তাদের আইনানুযায়ী কঠোর শাস্তির দাবী করেন তিনি।