রবিবার , ২৩ অক্টোবর ২০২২ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলোটিক্স প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২৩, ২০২২ ৮:১৭ অপরাহ্ণ

ফুলবাড়ী প্রতিনিধি \ দিনাজপুরে রংপুর উত্তর-পশ্চিম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলোটিক্স প্রতিযোগীতায় ৫টি স্বর্ণ পদক, ৪টি রৌপ ও দু’টি তা¤্র পদক পেয়ে শিরোপা অর্জন করেছেন বিজিবি ফুলবাড়ী-২৯ ব্যাটালিয়ন। ৫টি স্বর্ণ পদক ও একটি তা¤্র পদক পেয়ে রানার আফ হয়েছেন লালমনিরহাট-১৫ ব্যাটালিয়ন।
এছাড়াও বিজিবি ফুলবাড়ী-২৯ ব্যাটালিয়নের সিপাহী মোহাম্মদ সোহাগ গাজি শ্রেষ্ঠ নবীন খোলোয়াড় ও ঠাকুরগাঁও ব্যটালিয়নের সিপাহী রনী বিপ্লব শ্রেষ্ঠ প্রবীন খোলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন।
গতকাল রোববার সেক্টর সদরদপ্তর দিনাজপুরের পরিচালনায় ফুলবাড়ী-২৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে রংপুর উত্তর-পশ্চিম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলোটিক্স প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী ২৯ বিজিবি জানায়, গত ১৬ অক্টোবর থেকে ফুলবাড়ী ২৯ব্যাটলিয়নের সদর দপ্তরের প্রশিক্ষন মাঠে রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়নের এ্যাথলোটিক্স প্রতিযোগীতা শুরু হয়। প্রতিযোগীতায় রংপুর রিজিয়নের ১৫টি ব্যাটালিয়নের খোলোয়াড়গণ অংশ গ্রহন করেন।
রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলোটিক্স প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড় ও বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান।
রোববার বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিবি রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, বিএসপি, পিএসসি। এছাড়াও বক্তব্য রাখেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল ইয়াছির জাহান হোসেন, লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম, রিজিয়ন সদর দপ্তরের পরিচালক অপারেশন লে. কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, সহকারী পরিচালক মু. মাহবুবুর রহমান খান প্রমুখ।
শেষে বিজিবি রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, বিএসপি, পিএসসি আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিকস প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অভাবে পড়ালেখা থেমে গেলেও থামেনি স্বপ্ন \ বিমান তৈরি করে উড্ডয়ন আলমগীরের

পীরগঞ্জে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সুস্থতা কামনায় পঞ্চগড়ে দোয়া মাহফিল

শিক্ষকদের উপর প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

আটোয়ারীতে ক্রিকেট খেলতে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

কুষ্ঠরোগ বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময়

চিরিরবন্দরে বিদ্যুৎস্পর্শে এক ব্যক্তি নিহত

বীরগঞ্জে বাল‍্য বিবাহ প্রতিরোধ এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরনে নাটিকা প্রদর্শন

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধারা আজ শান্তিতে আছে, ভাল আছে —হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে দু’পক্ষের মধ্যস্থতায় বটতলী মাদ্রাসার কোন্দল নিরসন করে কমিটি গঠন