বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার পাশ্ববর্তী আলহাজ সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের এমডি ফিরোজ হাসান ও ফারুক হাসান এর সহায়তায় জায়েন্ট এগ্রো প্রসেসিং লিমিডেটের কার্যালয়ে এলাকার অসহায় দুস্থ ও গরীব শীর্তাত মানুষদের মাঝে ৩ হাজার পিচ কম্বল ও ৩ হাজার পিচ সুয়েটার
বিতরণ করা হয়। গতকাল রবিবার দুপুরে আলহাজ¦ সফিউদ্দিন আহম্মেদ ফাউন্ডেশনের
পরিচালক মকলেছুর রহমান রাজু প্রধান অতিথি হিসেবে এসব কম্বল ও সুয়েটার
বিতরণ করেন। এ সময় ডাইং এগ্রো প্রসেসিং লিমিটেডের ম্যানেজার সাইদ
সহ আলহাজ¦ সফিউদ্দিন আহম্মেদ চক্ষু হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা
উপস্থিত ছিলেন।