মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সদর ইউনিয়নের মিনাপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে নবাব আলী(৫০) মাথা গোঁজার একমাত্র ঠাঁই বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এ সময় নগদ দশ হাজার টাকাসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে ঠাকুরগাঁওয়ের সংবাদকে নিশ্চিত করেছেন নবাব আলী।
স্থানীয়রা জানান, আমরা রাত সাড়ে আটটার দিকে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনতে পাই। চিৎকার শুনে ছুটে এসে দেখতে পাই আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায় সর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়।
নবাব আলী বলেন, আমার নুন আনতে পান্তা ফুরায়। দিনে বিভিন্ন জায়গায় কামলা দিয়ে টাকা আয় করে আমার সংসার চলে। এখন আমার এই একমাত্র বসতঘরটি আগুনে পুড়ে যাওয়ায় আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। এখন আমি পরিবার নিয়ে কোথায় যাব, কি করব কিছুই বুঝে উঠতে পারছিনা।