বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আব্দুর রৌফ চৌধুরী ফান্ডেশনের উদ্যোগে শীতার্ত দিনমজুর মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। গত ১১ জানুয়ারী বুধবার রাতে উপজেলার দেওখারা গ্রামস্থ এম আই অটো বিক্স এ কর্মরত দিনমজুর অসহায় প্রায় ৩ শতাধীক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফান্ডেশনের অন্যতম সদস্য মোঃ আফসার আলী, ফাউন্ডেশনের মহাসচিব মোঃ তানভির মতিন চৌধুরী, অর্থ সচিব মোঃ ফিরোজ্জামান কবির, সদস্য ও এম,আই অটো বিক্সের পরিচালক মোঃ ইসাহক আলী, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ প্রমুখ। আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, বোচাগঞ্জের আপামর জনসাধারণের পাশে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন আছে আগামীতেও থাকবে। আমরা শুধু শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছিনা, স্বাস্থ্য, খেলাধুলা ও যে কোন সমাজ সেবায় আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।