পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি
মঙ্গলবার রাতে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর মহল্লায় চেতনা নাশক স্প্রে দিয়ে ঘুম পাড়িয়ে এক ইটভাটা মালিকের বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাড়ির শয়ন ঘড়ের জানালার রড় ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ দশ লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে গেছে।
পুলিশ জানান, পৌর শহরের রঘুনাথপুর মহল্লার ইটভাটা মালিক শাহজাহান আলী প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে স্বস্ত্রীক নিজ শয়ন ঘড়ে ঘুমিয়ে পড়ে। রাতে চোরেরা চেতনা নাশক স্প্রে ছড়িয়ে তাদের গভীর ঘুম পাড়িয়ে ঘড়ের জানালার রড় ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় শাহজাহান আলীর কোমর থেকে চাবি নিয়ে স্টিল আলমারি খুলে নগদ ১০ লক্ষাধিক টাকা এবং দুটি মোবাইল ফোন সেট নিয়ে পালিয়ে যায়। ভোর রাতে বাড়ি লোকজন বিষয়টি জানতে পারে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, চুরির বিষয়ে অনুসন্ধান চলছে।