পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় সদর উপজেলা পর্যায়ে স্কুল, মাদরাসাও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ওই প্রতিযোগিতার আয়োজন করে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। গতকাল সোমবার বিকেলে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। এসময় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামানিকসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপজেলার মাধ্যমিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪টি জোনের প্রতিযোগিতায় বিজয়ী হয়ে উপজেলা পর্যায়ে ৮টি দলীয় ইভেন্ট ও বিভিন্ন গ্রæপে অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ৪৪টি ইভেন্টে অংশগ্রহণ করে। গতকাল বিকেলে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। আগামী ১৯ জানুয়ারী জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।