চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুর-ঢাকা মহাসড়কের চিরিরবন্দরের মালাইপুর নামকস্থানে ঘনকুয়াশায় অজ্ঞাতনামা একটি গাড়ি পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক নুরুজ্জামান সরকার (৪০)ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়।
গতকাল বুধবার ভোর ৫টার দিকে ওই মহাসড়কের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের হযরতপুরের মালাইপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত মোটরসাইকেল চালক নুরুজ্জামান সরকার (৪০) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউপির পুটিহারা গ্রামের মৃত মশিউর রহমান সরকারের ছেলে।
নিহতের ছোটভাই আক্তারুজ্জামান জানান, আমার বড়ভাই নুরুজ্জামান বাড়ি থেকে এক কাজে দিনাজপুর শহরে যাচ্ছিলেন। যাওয়ার পথিমধ্যে হযরতপুর গ্রামের মালাইপুরে সড়ক দূর্ঘটনায় নিহত হয়। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি চুরমার হযে যায়।
চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণেই দূর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।