পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় পৌরসভার শীতার্ত মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছেন পৌর মেয়র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পৌর এলাকায় ছয়টি ওয়ার্ডের শীতার্ত গরীব, দু:স্থ ও অসহায় পাঁচ শতাধিক পরিবারকে শীতবস্ত্র দিয়েছেন তিনি। গতকাল শুক্রবার সকালে পৌর মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করেন পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন। এ সময় পৌর কাউন্সিলরসহ পৌর পরিষদের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। মেয়র জাকিয়া খাতুন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় অসহায় মানুষদের পাশে রয়েছেন। প্রাথমিক পর্যায়ে ছয়টি ওয়ার্ডের শীতার্ত মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হলো। অন্য চারটি ওয়ার্ডেও কয়েকদিনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে। #