মঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আপনাদেরকে বুঝতে হবে-শেখ হাসিনা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে —- রাণীশংকৈলে মুহাঃ সাদেক কুরাইশী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ৩১, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও -৩উপ-নির্বাচনের ১৪ দলীয় জোট ওয়ার্কাস পাটির হাতুরী মার্কার প্রার্থী ইয়াাসিন আলীর প্রচারণার শেষ দিনে রাণীশংকৈল বন্দর চৌরাস্তা মোড়ে ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান আ’লীগ সভাপতি মুহা.সাদেক কুরাইশী হিন্দু স¤প্রদায়ের উদ্দেশ্যে বলেন, স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায়ের একতারা মার্কায় ভোট দিয়ে আরেকটা গয়েশ্বরের সৃষ্টি করবেন না। ‘আপনারা বিএনপি-জামাতের সময় ঠিকমতো ধর্মীয় উৎসব পালন করতে পারতেন না। আমরা দেখেছি দুর্গাপূজায় আপনারা কালো কাপড় মুখে দিয়ে দূর্গা উৎসব পালন করেছেন। আজকে অনেক ষড়যন্ত্র চলছে। আওয়ামীলীগকে ধ্বংস করার জন্য। তারা এদেশের সা¤প্রদায়িকতা স¤প্রীতি বিনষ্ট করতে চায়। বিশেষ করে এই এলাকার সনাতন ধর্মের ভাইয়েরা আপনারা নৌকাকে ভোট দিয়ে থাকেন। এ স¤প্রীতিকে নষ্ট করার জন্য বিএনপি জোট অত্যান্ত কৌশলে আপনাদের হয়ে ভিতর প্রবেশ করে বিভ্রান্তি করে গোপাল কে প্রার্থী হিসেবে দাঁড়িয়ে দিয়েছে। আপনাদেরকে বুঝতে হবে শেখ হাসিনা যদি ব্যর্থ হয়, বাংলাদেশ ব্যর্থ হবে। শেখ হাসিনা যদি ক্ষমতায় আসতে না পারে তাহলে এদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। আমি শুধু বলতে চাই -হাতুড়ি মার্কার প্রার্থী ইয়াসিন আলী আওয়ামীলীগের একজন সমর্থক প্রার্থী তাকে আপনারা নির্বাচিত করবেন।’ (৩০) জানুয়ারি সোমবার সন্ধা সাড়ে ৮টায় নির্বাচনী সভায় আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন,সা¤প্রদায়িকতার অভিযোগ এনে বলেন, এখানে সতন্ত্র (একতারা) মার্কার প্রার্থীকে আমি বলব, ‘একতারা বাজাইও না- দোতারা বাজাইও না, একতারা বাজাইলে মনে পড়ে যায়, একদিন তোমার বিচার হবে রে…। আপনি বিশেষ করে হিন্দু পাড়া গুলোতে গিয়ে গিয়ে বলছেন- আমি আপনাদের জাতি ভাই, ভোট আমাকে দিবেন।’ এছাড়াও নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন, ১৪ দলের হাতুড়ি মার্কার প্রার্থী সাবেক এমপি, অধ্যাপক ইয়াসিন আলী, আওয়ামীলীগ সহ সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা, ঠাকুরগাঁও উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো, যুবলীগ সভাপতি আব্দুল মজিদ আপেল, সম্পাদক দেবাশীষ দত্ত সমির প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত