পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দেড় শতাধিক গরীর, অসহায় ও ছিন্নমুল শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বনুয়াপাড়া আদর্শ মানব কল্যান সংস্থার উদ্যোগে বালুবাড়ি কেজি স্কুল মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।
সেনা সদস্য খাজির উদ্দীনের সভাপতিত্বে কম্বল বিতরন সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, থানার ওসি জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য বেলাল হোসেন, ঝর্না রানী, দৌলতপুর ইউনিয়ন যুবলীগ নেতা জুয়েল রানা প্রমূখ।
উল্লেখ্য, এরই মধ্যে এ উপজেলায় বেশ শীত পড়তে শুরু করেছে। শীতের শুরুতে কম্বল পেয়ে খুশি শীতার্তরা।